বিশ্ব দৃষ্টি দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজনে চক্ষু হাসপাতাল ভবন থেকে একটি শোভাযাত্রা বের করে। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি চক্ষু হাসপাতালে এসে ‘চক্ষু রোগীদের গণসচেতনতা সৃষ্টি’ শীর্ষক আলোচনায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান, বিশিষ্ট চক্ষু বিশেষঞ্জ ডা. আয়াজউদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সমন্বয়কারী নেদাউল ইসলাম প্রমূখ।
এ ছাড়াও অনুষ্ঠানে সমাজসেবী,অন্ধকল্যাণ সমিতির সদস্য এবং চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-১৬
এ ছাড়াও অনুষ্ঠানে সমাজসেবী,অন্ধকল্যাণ সমিতির সদস্য এবং চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-১৬