পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে হুজরাপুরে বিক্ষোভ ও মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র ব্যানারে পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে এসে হুজরাপুর জেলা পরিষদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের হুজরাপুরে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিরোধ কমিটির সদস্য শামসুল হক, এ্যাড. মিজানুর রহমান, শাহনেওয়াজ আলী খান পান্না, নয়মুল বারী, মনিরুজ্জামান মনির।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পৌরসভা অযৌক্তিভাবে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুমকি দেয়া হচ্ছে। বক্তরা বর্ধিত পৌর ট্যাক্স বাতিলের দাবি জানান। সেই সাথে পৌরবাসীকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচীর অংশ হিসেবে ১৭ অক্টোবর গণমিছিল সহকারে পৌরসভা ঘেরাও এ যোগদানের আহব্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১০-১৬
বুধবার সকালে ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র ব্যানারে পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে এসে হুজরাপুর জেলা পরিষদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের হুজরাপুরে মানববন্ধন কর্মসুচিতে মিলিত হয়।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিরোধ কমিটির সদস্য শামসুল হক, এ্যাড. মিজানুর রহমান, শাহনেওয়াজ আলী খান পান্না, নয়মুল বারী, মনিরুজ্জামান মনির।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পৌরসভা অযৌক্তিভাবে হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে। বর্ধিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুমকি দেয়া হচ্ছে। বক্তরা বর্ধিত পৌর ট্যাক্স বাতিলের দাবি জানান। সেই সাথে পৌরবাসীকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচীর অংশ হিসেবে ১৭ অক্টোবর গণমিছিল সহকারে পৌরসভা ঘেরাও এ যোগদানের আহব্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১০-১৬