রেহাইচর শিল্পকলা একাডেমীর সামনে থেকে দেশী মদসহ ১ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকার শিল্পকলা একাডেমীর সামনে থেকে রোববার ২শ’ ৪৩ বোতল দেশী মদসহ রুহুল আমীন (৩৮) নামে একজনকে আটক করেছে র্যাব। আটককৃৃত ব্যক্তি হচ্ছে সদর উপজেলার চকআলমপুরের মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে বিকাল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্বে রেহাইচর এলাকায় শিল্পকলা একাডেমীর সামনে থেকে ২৪৩ বোতল (৯৭.২ লিটার) দেশী মদসহ রুহুল আমীনকে আটক করা হয়। র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমীন দীর্ঘদিন যাবৎ চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১০-১৬
র্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে বিকাল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্বে রেহাইচর এলাকায় শিল্পকলা একাডেমীর সামনে থেকে ২৪৩ বোতল (৯৭.২ লিটার) দেশী মদসহ রুহুল আমীনকে আটক করা হয়। র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমীন দীর্ঘদিন যাবৎ চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১০-১৬