শিবগঞ্জে গুলিতে নিহত সিএন্ডএফ এজেন্ট নেতা মনিরুলের স্মরণ সভায় সুষ্ঠু বিচারের দাবি

গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিকভাবে নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও স্থানীয় যুবলীগ নেতা মনিরুল ইসলামের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় থেকে মনিরুল হত্যার সুষ্ঠুবিচার দাবি করা হেেছ।
সকালে শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা মনিরুলের বাড়িতে কোরআনখানি, বাদ জোহর করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় মনিরুল ইসলামের বাবা আফজাল হোসেন অভিযোগ করেন, মনিরুল হত্যার দু বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত নায্য বিচার পাওয়া যায়নি। আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ স্টেডিয়ামের সামনে মনিরুল দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়। ওইদিন রাতেই শিবগঞ্জ থানা পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত কার, ম্যাগজিন ও হত্যাকান্ডের আলামতসহ তৎকালিন সময়ের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আখিরুল ইসলাম, সহ-সভাপতি সেরাজুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম টুটুলকে পুখুরিয়া থেকে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১০-১৬

,