নিউ মার্কেট মাছ বাজারে ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২দিন জাতীয় মাছ ইলিশ ধরা বন্ধ রাখতে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শহরের নিউ মার্কেট মাছ বাজারে একটি ভবনে আড়ৎদার, মাছ চাষী, জেলেদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শামছুল আলম শাহ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা শিমুল আকতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ইয়াদুল হোসেন, জেলে শ্রী রামপদ হালদার।
সভায় মা ইলিশ ধরা বন্ধ রেখে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং ইলিশ রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের উপর গুরুত্বারোপ করা হয়। ২২ দিনের নেয়া কর্মসুচী সফলের জন্য সকলের সহযোগিতা কামনা করেন জেলা মৎস্য কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১০-১৬