৬৫ ছুলেন শফিকুল আলম ভোতা

চাঁপাইনবাবগঞ্জের সমাজকর্মী, ক্রীড়া সংগঠক শকিফুল আলম ভোতার ৬৫ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা ও প্রথম আলো বন্ধুসভা। রোববার বিকেলে শহরের শহীদ সাটু হল মার্কেটে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সকলে ফুল দিয়ে শফিকুল আলম ভোতার ৬৫তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানান। এসময় বক্তব্য দেন শফিকুল আলম ভোতার ঘনিষ্ট বন্ধু ও স্কুল-কলেজের সহপাঠী সানাউল হক পিন্টু, শফিকুল আলম ভোতার গৃহিনী আখতার জাহান ডলি, জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক ফারুকা বেগম, সদস্য সচিব মনোয়ারা খাতুন, বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সহসভাপতি আলী উজ্জামান নূর কিরণ, যুগ্ন সাধারণ সম্পাদক মারিয়া হাসান বর্ষা, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, প্রভাষক নওসাবাহ নওরীন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এ্যাড. আবু হাসিব, বিলকিস চৌধুরী, জামাল হোসেন প্রমূখ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রথম আলো বন্ধুসভার অনুষ্ঠান সম্পাদক শাহজাহান প্রামাণিক, সাদা মনের মানুষ কানাই চন্দ্র দাস, বন্ধুসভার সদস্য সুমাইয়া খাতুন, হাবিবা খাতুন।
উল্লেখ্য, তিনি চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা ও প্রথম আলো বন্ধুসভার কার্যকরী কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য। এছাড়াও চরমোহনপুর উচ্চ বিদ্যালয় ও চরমোহনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, শাহনেয়ামতুল্লাহ কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১০-১৬