মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীতে শুক্রবার দুপুরে গোসল করতে নেমে রাকিব উদ্দিন (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। রাকিব শিবগঞ্জ উপজেলার বড় চকদুর্লভপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারি পরিচালক (ডিএডি) ওহিদুল ইসলাম জানান, গোমস্তাপুরের হুজরাপুর গ্রামে দাদার বাড়িতে বেড়াতে আসে শিশু রাকিব উদ্দিন। রাকিব দুপুরে গ্রামের পাশে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল শিবগঞ্জ থেকে সেখানে পৌঁছে রাত সাড়ে সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১০-১৬

,