জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে রোববার চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার সহ-সভাপতি আব্দুল হান্নান, চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দিবসের গুরুত্ব অনুধাবন করে টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য। মানসম্মত ও টেকসই পন্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা এনে দেশে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১০-১৬