শিবগঞ্জে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

শিবগঞ্জ উপজেলার রসুনচক এলাকা থেকে অভিনব কায়দায় ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার এসআই গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রসুনচক গ্রামের তাজেমুল ইসলামের বাড়িতে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় বাঁশের মধ্যে থাকা ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক তাজেমুল ও তার স্ত্রী ফেরদৌসীআরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২২-০৯-১৬

,