তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র্যালি
‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যে সামনে রেখে বুধবার আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম মুনজুর রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান আকন্দসহ জেলার সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০০২ সালে বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠিত সারা বিশ্বের তথ্য অধিকার কর্মীদের সম্মেলনে ২৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয় এবং তখন থেকেই দিবসটি উদযাপিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৬
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম মুনজুর রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেসুর রহমান আকন্দসহ জেলার সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০০২ সালে বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠিত সারা বিশ্বের তথ্য অধিকার কর্মীদের সম্মেলনে ২৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয় এবং তখন থেকেই দিবসটি উদযাপিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৬