দুই সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আজও মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রবসহ চারজনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বেলা ১১টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, দপ্তর সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক টুনু পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষন মাহাতো, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান, সাংগঠনিক সম্পাদক রাজিব পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ন আহ্বায়ক হরেন মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বন্ধুসভার সাবেক সভাপতি রফিক হাসান, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, ছাত্রনেতা আব্দুল মজিদ প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রব, আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার ও বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূরের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক আনোয়ার হোসেন দিলু ও নাহিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাসিম আলী, সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, সদস্য আব্দুল কাইয়ুম, সাদিকুল, আসাদুজ্জামান অভিসহ প্রমুখ।
প্রতিবাদ সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৬
বেলা ১১টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, দপ্তর সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক টুনু পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষন মাহাতো, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান, সাংগঠনিক সম্পাদক রাজিব পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ন আহ্বায়ক হরেন মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বন্ধুসভার সাবেক সভাপতি রফিক হাসান, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন, ছাত্রনেতা আব্দুল মজিদ প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রব, আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার ও বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূরের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক আনোয়ার হোসেন দিলু ও নাহিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাসিম আলী, সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, সদস্য আব্দুল কাইয়ুম, সাদিকুল, আসাদুজ্জামান অভিসহ প্রমুখ।
প্রতিবাদ সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৯-১৬