নাচোলে চায়ের দোকানে চলন্ত ট্রাক ঢুকে তিন জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খড়িবোনা এলাকায় ইটবাহী ট্রাক চাপায়  তিনজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন খড়িবোনা গ্রামের এন্তাজ আলীর ছেলে আব্দুল ওয়াহাব (৪৫) ও তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ গাজলু (৪৫) ও জোড়পুকুর গ্রামে ইয়াসিন আলীর ছেলে তাবারক আলী (৫০)।
এ সময় আহত বেলপুকুরের বজলুর রশিদ (৩৫) ও পাইকড়া গ্রামের রাজ কুমার (৩৫) কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছির উদ্দীন জানান, বেলা ১১ টার দিকে রহনপুর থেকে ইটবাহী একটি ট্রাক নাচোল আসার পথে খড়িবোনায় নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহাবের চায়ের দোকানের ভেতর ঢুকে পড়লে দোকানে থাকা ওয়াহাব ও গাজলু ঘটনাস্থলেই নিহত হয় এবং চার জন আহত হয়। আহতদের মধ্যে তাবারক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
এ ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপার্দ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওয়াহাব ও গাজলু’র লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৯-১৬

,