জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী রুহুল করিমের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নামোশংকরবাটী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. আবদুল লতিফ, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর প্রমুখ।
প্রতিযোগিতায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মাহমুদা ফেরদৌস, দশম শ্রেণীর ছাত্রী মহিমা জান্নাতুল ইসলাম এবং হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রিয়াজুল জান্নাহ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়।
শেষে বিজয়ীদের মাঝে সনদ পত্র ও পুরস্কার বিতরণ করা হয়

এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান,  নাচোলে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষ্যে বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উদ্যোগে নাচোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার  বিষয় বস্তুু ছিল “জ্বালানি নিরাপত্তায়  বিশ্ব ব্যাপি কয়লার ভুমিকা” শীর্ষক এ অনুষ্ঠানে নাচোল পাইলচ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র দেবাশীষ চক্রবর্তী ১ম স্থান অধিকার করেন।
এশিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র মাহফুজ জামান, ২য় ও  পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনিক কায়সার ৩য়স্থান অধীকার করেছেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, গোমস্তাপুর বিদুুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপ-প্রকৌশলী মতিউর রহমান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদ পত্র ও পুরস্কার বিতরণ করা হয় ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৯-১৬

,