বাঙ্গাবাড়ি যুবলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত > চাঁদাবাজির অভিযোগে মামলা হওয়ার নাচোল পৌর সভাপতিকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জেলা যুবলীগ। মঙ্গলবার জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক স্বাক্ষরিত এক পত্রে, সামজিক কর্মকান্ডের নামে অসাংগঠনিক তৎপরতা, যথাযথ নেতৃত্বকে অবমূল্যায়ন ও সংগঠনের নাম বিকৃত করার কারণ উল্লেখ করে বাঙ্গাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়া হয়। ওই পত্রের অনুলিপি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাননে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দেয়া হয়েছে।
এদিকে, একই দিন নাচোল পৌর শাখার সভাপতি সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া যাবে না সেই বিষয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে যুবলীগ। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, নাচোলের সাব রেজিস্টার ফরহানার আজিমের বাদিত্বে নাচোল থানায় দায়ের হওয়া এক মামলায় নাচোল পৌর শাখার সভাপতি সুলতান মাহমুদ নিজেকে পৌর যুবলীগের সভাপতি পরিচয় দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি এবং তাকে প্রাণ নাশের হুমকী প্রদানের অভিযোগ করেছেন। বিষয়টি সংগঠনের আদর্শ, চেতনার সম্পুর্ন পরিপন্থি, এতে সংগঠনের ভাবমুর্তি মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে উল্লেখ করে আগামী ১৫ দিনের মধ্যে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা সুলতান মাহমুদ কে কারণ দর্শাতে বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২৭-০৯-১৬

, ,