শিবগঞ্জে চেক জালিয়াতি অভিযোগে কীটনাশক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেক জালিয়াতির অভিযোগে লোকমান আলী নামে এক কীটনাশক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে পৌর এলাকার মহদীপুর গ্রামের মৃত ফরজউদ্দিনের ছেলে।
জানাগেছে, বাংলাদেশ এগ্রিক্যালচার ইন্ডাট্রিজ নামে একটি প্রাইভেট কোম্পানীর কাছ থেকে ২০১২ সালে প্রায় ১৬ লাখ ১৩ হাজার ২শ’ টাকার বিভিন্ন ধরণের কীটনাশক কেনে লোকমান আলী। পরে লোকমান ওই কোম্পানীর প্রতিনিধিকে কীটনাশকের মূল্য বাবদ একটি চেক প্রদান করে। কোম্পানী ওই চেক ব্যাংক জমা দিলে ডিজওনার হয়। প্রেক্ষিতে ২০১৫ সালে ঢাকার আদাবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয় এবং আদালত লোকমান আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানী জারি করে। এরই গ্রেফতারী পরোয়ানার আলোকে সোমবার রাতে পৌর এলাকার শেখটোলা মোড় এলাকা থেকে লোকমান আলীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ।
এ ব্যাপারে এসআই আবু আহসান রাসেল  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৯-১৬

,