গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিষণ এলাকার মহিশালা বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত হয়েছে। এ সময় আরো ৪ জন আহত হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের বিভিষণ পশ্চিমপাড়া গ্রামের আলকেশ আলীর ছেলে আসাদুল হক (২৫), আয়েশ উদ্দিনের ছেলে বাসির উদ্দিন (২০) ও আজিজুল হক লুটুর ছেলে মনিরুল ইসলাম (১৮)।
আহত জেলেরা একই গ্রামের আজিজুরের ছেলে আব্দুল¬াহ (২৩), মিয়ার ছেলে নবী (৩০), আয়েসের ছেলে নাসির (২৭), জিল¬ুর রহমানের ছেলে আতর (২৬)।
স্থানীয়রা বলেন, গত বছর ময়সাল বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা যান। কিন্তু বন্যার পানি বিলে প্রবেশ করায় আবাদী জমিতে পানির প্রয়োজন নেই, তারপরেও ওই বিলে বিদ্যুৎতের লাইন চালু রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) এ টি এম মাইনুল ইসলাম জানান, রাতে বিভিষণ এলাকার সিংগাবাদ মইশালা বিলে অন্যান্য দিনের মত কয়েকজন জেলে মাছ ধরতে যায়। এ সময় অসাবধান বশত নৌকার বৈঠা গভীর নলকূপের বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে মনিরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে একে অপরকে বাঁচাতে গিয়ে আসাদুল ও বাসিরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন দাবি না থাকায় লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর মাছ ধরতে যাওয়া অন্যান্য জেলেরা তাদের উদ্ধার করে। এসময় আহত হয় আরো চারজন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৬-০৯-১৬

,