শিবগঞ্জে ভারত থেকে গরু আমদানীতে করিডোরের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

শিবগঞ্জ উপজেলায় তিনটি গরুর বিটে ভারত থেকে আমদানী কৃত গরুর করিডোর করার অজুহাত একশ্রেণীর অসাধূ দালাল চক্র গরু ব্যবসায়ীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে গরু ব্যবসায়ী ও স্থানীয়দের সূত্রে  জানা গেছে, এবছর ভারত থেকে এমনিতেই গরু আমদানী কম হচেছ। তার ওপর আবার অসাধূ ব্যবসায়ীরা বিজিবির অজুহাত দেখিয়ে গরু প্রতি ৭/৮শ টাকা করে বেশী আদায় করছে।
সূত্র জানায়, শিবগঞ্জে সরকার অনুমোদিত  ওহেদপুর, মনোহরপুর ও মাসুদপুর  এ  তিনটি গরুর বিট রয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী বিট মালিকরা বিভিন্ন খরচ বাবদ গরু প্রতি ২৫টাকা করে আদায় করতে পারবে। অভিযোগ রয়েছে, মাসুদপুর বিটে মূল মালিক শরিফল ইসলামের প্রতিনিধিরা গরু করিডোর করা ও  বিভিন্ন অজুহাত দিয়ে গরু প্রতি সাড়ে ১২শ থেকে ১৩শ টাকা পর্যন্ত আদায় করছে। একইভাবে মনোহরপুর বিটে মূল মালিক তুহিনের প্রতিনিধিরা গরু প্রতি ৭শ থেকে ৮শ টাকা করে আদায় করছে। সূত্র জানায়, এই দু’ বিটে  গত কয়েকদিনে ৭/৮শ গরু ভারত থেকে  এসেছে। বিট মালিকদের প্রতিনিধিরা গড়ে গরু প্রতি  ৮শ টাকা করে বেশী আদায় করেছে। এই অবৈধ আদায়ের পরিমাণ হচ্ছে কয়েক লক্ষ টাকা।
এ ব্যাপারে তরিকুল ও ইব্রাহিমের শেয়ারদার জিয়াউর জানান, আমরা গরুর টাকা বেশী নিচ্ছি না। শুধু খরচটা নিচ্ছি।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৭-০৯-১৬

,