ভোলাহাটে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটানীবাজার ষ্টুডেন্টস অর্গানাইজেশনের উদ্দ্যোগে বুধবার সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী  র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, মাদকমুক্ত বাংলাদেশ চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলাহাটের আলালপুর ফুটানীবাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফুটানীবাজার ষ্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শাকুরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিশ্বাস, মুঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ, শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাস, আলালপুর দাখিল মাদ্রাসার সুপার বজলুর রহমান, আম ফাউন্ডেশন কোষাধ্যক্ষ জাহিরুল ইসলাম, এফএসও’র সাধারণ সম্পাদক রুমান আলী, এফ এস ও’র উপদেষ্টা আব্দুর রহিম, অডিট কমিটির সদস্য মাসুদ রানা বিশ্বাস, বিএম রুবেল আহমেদ, মুরাদ হাসান টুটুল।
এর আগে একটি র‌্যালি নিয়ে ফুটানীবাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৭-০৯-১৬

,