বিশ্ব জলাতংক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘জলাতংক : জানুন, টিকাদিন,নির্মূল করুন’ এই প্রতিপাদ্যে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতংক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রাণিসম্পদ কার্য়ালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘জলাতংক প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, জেলা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কবির আহমেদ, ভেটেরিনারী সার্জন ডা. আবুল বাসেত, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা শামস-ই-তাবরীজ।
সভায় রোগটির ব্যাপারে সবাইকে সচেতন হবার আহব্বান জানানো হয়। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে জানানো হয়, পূর্বের তুলনায় এর চিকিৎসা সহজ হয়েছে। আগে যেখানে আক্রান্ত ব্যক্তিকে নাভীর নীচে ১৪টি ব্যয়বহুল ইনজেকশন দেয়া হত, এখন সেখানে মাংশ পেশীতে ৩,০০০ টাকা মূল্যর ৫টি ইনজেকশন দিলেই চলে। যা সহজলভ্য। কুকুরকে টিকাদানের মাধ্যমে এই রোগটি নির্মুলের চেষ্টা চলছে বলেও সভায় জানানো হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৬