ভোলাহাট সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোল্লাডাঙ্গা সীমান্তে শনিবার ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে চাঁপাইনবাবগঞ্জের ৫৯’বিজিবি ব্যাটালিয়নের জেকে পোল্লাডাঙ্গা বিওপি’র টহল দল নায়েক সুবেদার আব্দুস সাত্তারের নেতৃত্বে সীমান্ত পিলার ২০১/৩৭ আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়ামারী নামক স্থানে অবস্থান নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে থাকা ২ ব্যক্তিকে ধাওয়া করলে তারা ২ টি প্লাাষ্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতর থেকে মদ উদ্ধার করা হয়।
৫৯’বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল হাসান মোরশেদ এক প্রেসনোটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৯-১৬

,