গোমস্তাপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককের কৃষি ঋন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবিশস্য, গবাদী পশু, কৃত্রিম প্রজনন ও দুদ্ধ উৎপাদনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রহনপুর শাখার কৃষি ঋন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রহনপুর শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কৃষি ঋন বিতরণ করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ জোনাল ব্যবস্থাপক শাহজামাল মন্ডল, রহনপুর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, যুগ্মসম্পাদক আল-মামুন বিশ্বাস, উর্ধ্বতন কর্মকর্তা আফজাল হোসেন।
উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থ বছরের রাকাবের রহনপুর শাখায় ঋন বিতরণের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৮ কোটি ৩০ লক্ষ টাকা। এরমধ্যে জুলাই/আগষ্ট মাসে কৃষি ঋন বিতরণ করা হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ টাকা। এছাড়া কৃত্রিম প্রজনন ও দুদ্ধ উৎপাদনে খাতে গত ২ মাসে ৫ লক্ষ ৫০ হাজার টাকার ঋন বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০১-০৯-১৬

,