শিবগঞ্জে কামালপুর সীমান্তে থেকে ১৫ হাজার ভারতীয় নেশার ইনজেকশন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে থেকে ১৫ হাজার ৫শ’ ৪০ পিস ভারতীয় বুপরেনরফিন নেশার ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসান মোরশেদ এক প্রেসনোটে জানান, গোপন  সংবাদের ভিত্তিত্বে রোববার দিবাগত রাত দেড়টায় দিকে কামালপুর বিওপির বিজিবি’র একটি টহল দল হাবিলদার আব্দুল আওয়ালের নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ১৮৮ থেকে ৪ কি. মি. দক্ষিণে দাড়িগাছি গ্রামের নিকট একটি আম বাগানে ফাঁদ পেতে অবস্থান নেয় বিজিবি। পরে ৫/৬ জন চোরাকারবারী লাঠিসহ ভারতের দিক হতে বাংলাদেশের ভিতর আসার সময় বিজিবি টহল দল তাঁদের ধাওয়া করে। এ সময় চোরকারবারীরা ২ টি কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে কার্টুনের ভিতর থেকে ১৫ হাজার ৫শ’ ৪০ পিস ভারতীয় নেশা জাতীয় বুপরেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৩১ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৬

,