সাংবাদিক দিলুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের জরুরী সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে ব্যবসায়ী টি. ইসলামের (তরিকুল ইসলাম) দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এক জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ওই সভাতে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মিথ্যা মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্তও নেয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি তসলিম উদ্দীন, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, মনিরুল ইসলাম বাদল, নাসিম মাহমুদ, শহীদুল হুদা অলক, মোহাম্মদ আবদুল্লাহ, রবিউল হাসান ডলার, ইমতিয়ার ফেরদৌস সুইট, ফয়সাল মাহমুদ প্রমুখ।
প্রসঙ্গত; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়া আদিবাসী গ্রামের একটি বিরোধপূর্ণ পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় বুধবার আদালতে মামলা দায়ের করেন টি. ইসলাম। মামলায় আনোয়ার হোসেন দিলুকে ৬ নম্বর আসামী করা হয়েছে। একই মামলায় দৈনিক জনকণ্ঠের রাজশাহীর ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীরকেও আসামী করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৮-১৬