সন্ত্রাস বিরোধী জিবাসের মানববন্ধন

‘উগ্রবাদে, সন্ত্রাসে জ্বলে দেশ, শিশু চায় শান্তি-সম্প্রীতির বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে  রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বরে  শিশু অধিকার ও নিরাপত্তা রক্ষা এবং উগ্রবাদ বিরোধী    সচেতনতামূলক শোভাযাত্রা  ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিশু অধিকার ও উগ্রবাদ বিরোধী    সচেতনতামূলক  এক শোভাযাত্রা  ও  মানববন্ধনে বক্তব্য রাখেন  বিশিষ্ট সমাজসেবী  শাহীন আকতার রেণী ।  রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী সিটি কর্পোরেশনের  সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি ও নাজমা খাতুন, এসএসডিওএর নির্বাহী পরিচালক সেলিম রেজা, প্রিপ ট্রাস্টের আঞ্চলিক ব্যবস্থাপক সাঈদুজ্জামান সিপন, উন্নয়নকর্মী  মিনহাজ উদ্দিন মিন্টু, এডাবের সমন্বয়কারী   কেএম ওবায়দুর রহমান জুয়েল এবং সংস্থার পক্ষে বক্তব্য রাখেন জিবাসের প্রধান উপদেষ্টা রেজাউল করিম রাজা ও ফোকাল পারসন এনামুল কবীর খোকন।  মাববন্ধনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম।  ইউরোপীয় ইউনিয়ন ও  বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই) এর সহযোগিতায়  গ্রামীণ বহুমূখী উন্নয়ন সংস্থা-জিবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাজশাহী/ ২৪-০৮-১৬