সোনামসজিদ সীমান্তে অবৈধ ভারতীয় মালামালসহ ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে শুক্রবার রাতে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা মোবাইল ফোন, মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার হুমায়ন কবিরের ছেলে আলাল হোসেন (২২),  সৈমউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (১৯), ফজলুল হকের ছেলে রুহুল আমিন (৩০) ও মর্তুজা আলমের ছেলে রজিবুল ইসলাম (১৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি’র শিয়ালমারা বিওপি’র একটি টহল দল হাবিলদার বাবুল শেখের নেতৃত্বে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ৫ নং গেইট সংলগ্ন রাস্তার উপর  থেকে রাত সোয়া ৯ টার দিকে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতের অবৈধভাবে নিয়ে আসা ১টি মোটরসাইকেল, ৩ বোতল ফেন্সিডিল, ৬টি বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন,  উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় আসামীসহ মালামাল হস্তান্তর করে মামলা করা হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৮-১৬

,