নাচোলে ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা
নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে চমক ক্লাবের আয়োজনে আলহাজ্ব মাইনুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নাচোল ফিরোসিয়াস রেলস্টেশন ক্রিকেট দল ১ উইকেট জয় পেয়ে ফাইনালে উঠেছে।
প্রথমে টসে জিতে ইসলামপুর ক্রিকেট দল নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে নাচোল ফিরোসিয়াস রেলস্টেশন ক্রিকেট দল ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ বিজয়ী ফাইনালে উত্তীর্ন হয়। খেলায় ম্যাচসেরা হয়েছেন ইসলাম ক্রিকেট দলের দুলাল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন হৃদয় কুমার পিন্টু ও নাসিম রেজা।
সোমবার একই স্থানে ২য় সেমিফাইনালে পাইলট চত্তর ক্রিকেট দল বনাম ভোলামোড় ক্রিকেট দলের মুখোমুখি হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৬-০৮-১৬
নাচোল ফিরোসিয়াস রেলস্টেশন ক্রিকেট দল ১ উইকেট জয় পেয়ে ফাইনালে উঠেছে।
প্রথমে টসে জিতে ইসলামপুর ক্রিকেট দল নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে নাচোল ফিরোসিয়াস রেলস্টেশন ক্রিকেট দল ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ বিজয়ী ফাইনালে উত্তীর্ন হয়। খেলায় ম্যাচসেরা হয়েছেন ইসলাম ক্রিকেট দলের দুলাল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন হৃদয় কুমার পিন্টু ও নাসিম রেজা।
সোমবার একই স্থানে ২য় সেমিফাইনালে পাইলট চত্তর ক্রিকেট দল বনাম ভোলামোড় ক্রিকেট দলের মুখোমুখি হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৬-০৮-১৬