গোমস্তাপুরে ৪৫তম গ্রীষ্মকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ইউনিয়ন পর্যায়ের ফুটবল খেলায় পাইলট উচ্চ বিদ্যালয়ের জয়

গোমস্তাপুর ইউনিয়নের গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪৫তম গ্রীষ্মকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ইউনিয়ন পর্যায়ের শুক্রবারের খেলায় জয় পেয়েছে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়।

তারা ৫-০ গোলে নিমতলা মাদ্রাসাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নাদিমুল ২টি, জিতেন, আরাফাত ও আনোয়ার ১টি করে গোল করে।

এ দিকে চৌডালা ইউনিয়নের চৌডালা ফুটবল মাঠে ৪৫তম গ্রীষ্মকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ইউনিয়ন পর্যায়ের শনিবারের খেলায় জয় পেয়েছে বসুনিটোলা উচ্চ বিদ্যালয়। তারা ৩-১ গোলে চৌডালা দাখিল মাদ্রাসাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খালেক, রায়হান, আলিম ১টি করে এবং বিজিত দলের পক্ষে শাহাদাত ১টি গোল করে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-০৮-১৬