‘ খেলোয়াড় নেই, দর্শকও নেই, ফাঁকা মাঠেই ‘ ৫ ককটেল ❀ শহরজুড়ে আত্মংক

চাঁপাইনবাবগঞ্জের শহরের অন্যতম প্রাণকেন্দ্র হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি কজেল মোড়স্থ মুজিব চত্বর এলাকায় মঙ্গলবার দুপুরে পর পর ৫টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। মটরসাইকেল আরোহী দুস্কৃতকারীরা সড়কের উপর ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সরকারি কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেটে অত্মংক ছড়িয়ে পড়লেও কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টা ১০ মিনিটের দিকে মুখে গামছা বাধা তিন দুস্কৃতকারী শহরের গাবতলা মোড়স্থ জনমানব শূণ্য হরিমোহন সড়কের উপর পরপর ৩টি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এরপরই মটরসাইকেল আরোহী অপর দু’ দুস্কৃতকারী মুজিব চত্বরের সামনের সড়কের উপর একটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। মুর্হুতেই ওই এলাকায় আত্মংক ছড়িয়ে পড়ে। তবে, সড়কে যান ও মানুষ জনের চলাচল কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সকাল ১০টা ৫৪ মিনিটে সরকারি কলেজ এলাকাতেও একটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ ককটেল হামলাকারীরা সড়কে অবস্থান নেয়ার পর রাস্তা ফাঁকা দেখে ককটেলগুলো শুধুই সড়কে চার্জ করে। গাবতলা সড়কে দু’জন মানুষ হেটে চলে যাওয়ার পর তারা ককটেল বিষ্ফোরণ ঘটায়’। এদিকে, একই ঘটনা ঘটে শহরের মুজিব চত্বরের সামনের সড়কে। একটি রিক্সা, দু’তিনজন বাইসাইকেল চালক ছাড়া কোন মানুষ ছিলনা ওই সময়।
এদিকে, ককটেল বিষ্ফোরণে সঙ্গে সঙ্গে আত্মংক ছড়িয়ে পড়ে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি কলেজেল শিক্ষার্থীদের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে থাকা অভিভাবকরা এ সময় ছুটোছুটি শুরু করেন। বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয়া শিশু শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করেন।
সূত্র জানিয়েছে, ককটেল বিষ্ফোরণের ঘটনায় শিক্ষার্থীরা আত্মংকিত হয়ে উঠলে হরিমোহন ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিছু সময় পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শহরের প্রধান তিন মার্কেট ক্লাব সুপার মার্কেট, শহীদ সাটু হল মার্কেট ও নিউ মার্কেটের ব্যবাসায়ীরা কিছু সময় তাদের দোকান পাঠ বন্ধ করে রাখেন।  আশেপাশের সড়কগুলো হয়ে জনমানব শূণ্য।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ওই এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে। ঘটনাস্থলে থাকা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার মাহবুব জানান, হটাৎকরেই ককটেল বিষ্ফোরণের ঘটনাটি ঘটানো হয়েছে। কে বা কারা ককটেলগুলো বিষ্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-১৬