শিবগঞ্জে ১ হাজার ফেন্সিডিলসহ ট্রাক চালককে আটক করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃহস্পতিবার সকালে সোনামসজিদ বিওপির বিজিবি সদস্যরা ১০১২ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক (ঢাকা মোট্রো-ট -১১-০৫৪৭) ও চালককে আটক করেছে। আটককৃত শহিদুল ইসলাম (৩৫) রাজশাহী জেলার পবা থানার টেংড়ামারি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক, এস এম আবুল এহসান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল বিওপি সংলগ্ন এলাকায় চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ স্থল বন্দরগামী একটি ট্রাক ধাওয়া করে আটকের পর তল্লাসীচালিয়ে কেবিনের ভেতর থেকে বস্তা ভর্তি ১০১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই ঘটনায় ট্রাকসহ এর চালক শহিদুল ইসলামকে আটক করা হয়েছে ও শিবগঞ্জ থানায় উদ্ধারকৃত মালামাল জমা ও মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৮-০৮-১৬
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক, এস এম আবুল এহসান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল বিওপি সংলগ্ন এলাকায় চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ স্থল বন্দরগামী একটি ট্রাক ধাওয়া করে আটকের পর তল্লাসীচালিয়ে কেবিনের ভেতর থেকে বস্তা ভর্তি ১০১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এই ঘটনায় ট্রাকসহ এর চালক শহিদুল ইসলামকে আটক করা হয়েছে ও শিবগঞ্জ থানায় উদ্ধারকৃত মালামাল জমা ও মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৮-০৮-১৬