শেষ হল হ্যান্ডবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহষ্পতিবার বিকালে স্টেডিয়ামে হ্যান্ডবল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত  হয়েছে।
এতে ৪৯ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জন ছেলে ও ১৪ মেয়ে কে নির্বাচিত করা হয়। এদের মধ্যে থেকে  ৬ দিনব্যাপি প্রশিক্ষণ শেষে ৭ জন ছেলে ও ৭ জন মেয়েকে নিয়ে পরবর্তী প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে।
বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য মোকবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, লেভেল-২ কোচ (ছেলে) মীর খাইরুজ্জামান এবং (মেয়ে) কোচ হায়দার আলী দায়িত্ব পালন করবেন। তাদেরকে সহযোগিতা করেন স্থানীয় কোচ ওয়াহিদুল ইসলাম ও সম্রাট। প্রশিক্ষণের সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ আহসান হাবিব মিন্টু।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৫-০৮-১৬