ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তের গরু বিট ব্যবসায়ীদের সঙ্গে বিজিবি’র মতবিনিময় সভা

সীমান্তে গরু চোরাচালান রোধসহ সীমান্তের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ে এক মতবিনিময় সভা শনিবার  চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্ত এলাকার বিট মালিক ও গরু ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল  মতিউর রহমান। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিজিবি’র ৯ ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এসএম আবু এহসান, ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল হাসান মোর্শেদ, বাখর আলীর বিট মালিক আমানুল্লাহ বিশ্বাস, মাসুদপুর বিট মালিক  তরিকুল ইসলাম।
সভায়, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিত নিয়ম মেনে বিট মালিক ও গরু ব্যবসায়ীদের বৈধভাবে গরু আনার জন্য আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, কোন বাংলাদেশী রাখাল বা গরু ব্যবসায়ী সীমান্তের জিরো লাইন অতিক্রম করলে তারই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সীমান্তের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয় যৌথ এই মতবিনিময় সভায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৮-১৬