গোমস্তাপুরে জেলের জালে ধরা পড়ল ২৫ কেজি'র বাঘাইড় মাছ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীতে প্রায় ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পরেছে।


বুধবার বিকেলে বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোসপুর গ্রাম সংলগ্ন শশ্মান ঘাট এলাকায় মহানন্দা নদীতে জেলে শাহজাহান হলদারের জালে ধরা পড়ে মাছটি।


জেলে শাহজাহান হলদার জানান, অন্যান্য দিনের মত দুপুরে মহানন্দা নদীতে মাছ মারতে যায়।


পরে বিকেলে জালের ভিতরে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পরে।

এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনগন মাছটি দেখার জন্য ভিড় জমায়।


পরে ওই মাছটি সন্তোসপুর বাজারে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১০-০৮-১৬

,