জামায়াতের ডাকা হরতালে জেলাজুড়ে স্বাভাবিক জীবন যাত্রা
রিভিউ পিটিশনের রায়ে শীর্ষ জামায়াত নেতা মীর কাসেম আলী’র মৃত্যূদন্ড সুপ্রীম কোর্টের আপীল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জের কোথাও। অনান্য দিনের মতই স্বাভাবিক ছিল জীবন যাত্রা। সরকারী-বেসরকারী অফিস, আদালত,ব্যাংক,বীমা,ব্যবসা,শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল সারাদিনই। জামায়াতের কোন তৎপরতা জানা যায়নি জেলার কোন স্থান থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু ছিল। রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক ছিল। ট্রেন,আন্ত:জেলা ও দূরপাল্লার বাস চলাচল করেছে সব রুটেই। বিপনীগুলি খোলা ছিল। সোনামসজিদ স্থল বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম যথারীতি চালু ছিল। জেলা শহরে পুলিশী নিরাপত্ত্বা জোরদার ছিল বলে বিকেলে জানিয়েয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মাজহারুল ইসলাম। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-১৬