চার গ্রুপে জেলার ৩৩ সাতারু’র ‘ইয়েস কার্ড’ লাভ

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল সাতারু বাছাই প্রতিযোগিতা। এতে চার গ্রুপে জেলার মোট ৩৩ সাতারু ‘ইয়েস কার্ড’ লাভ করেছে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ডাঃ আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন  সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমী।
এসময় উপস্থিত ছিলেন দলনেতা কমান্ডার এস.এম. মাহমুদুর রহমান (সি), পিএসসি, বিএন, লেঃ কমান্ডার এম নাইমুল হক (এস), বিএন, লেঃ কমান্ডার এম. নাহিদ হাসান (এক্স) বিএন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, সুইমিং ফেডারেশনের সদস্য মাহমুজা রহমান তানিয়া, সুইমিং ফেডারেশনের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, সুইমিং ফেডারেশনের প্রধান কোচ (দক্ষিণ কোরিয়া) মিঃ তেগুন পার্ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, ইকবাল মনোয়ার খান চান্না, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলমা তোফা, নির্বাহী সদস্য হুমায়ন কবির লুকু, শেখ আহসান হাবিব মিন্টু, আব্দুল হান্নান রজু, স্থানীয় সাঁতার কোচ হোসনে রাকিব, সাধারণ পরিষদ সদস্য সালামত হোসেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাঁতার কমিটির সভাপতি শফিকুল আলম ভোতা।
বাছাই প্রতিযোগিতায় ২১৯ জন অংশগ্রহণকারী সাঁতারুর রেজিষ্ট্রেশন করে। এদের মধ্যে থেকে ৩৬টি ইভেন্টে ৩৩ জন সাঁতারু ইয়েস কার্ড লাভ করে। এতে ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ থেকে ১৮+ বয়সের ৪টি ভিন্ন গ্র“পে সাঁতারুরা অংশগ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৮-১৬

,