অগ্রগতিকে ব্যাহত করতে পরিকল্পিতভাবে জঙ্গীবাদের সৃষ্টি করা হয়েছে - এমপি গোলাম রাব্বানী

চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের বিনোদনগর দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার বিকেলে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম রাব্বানী। ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আজমল হক বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড আতাউর রহমান, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন।
সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য গোলাম রাব্বানী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যহত করতে পরিকল্পিতভাবে জঙ্গীবাদ সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড ঘটনানো হচ্ছে। সরকার যেকোন মূল্যে জঙ্গীবাদকে নির্মুল করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৮-১৬

,