শিবগঞ্জে আবারো র‌্যাবের হাতে অস্ত্রসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ বাবু (২৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৫। আটক বাবু শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়াড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দীকীর ছেলে।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক ঘাট এলাকার অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র‌্যাবের একটি দল আগে থেকেই নজরদারী করছিলো। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একজন ব্যাক্তি চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় র‌্যাব সদস্যরা তার দেহ তল্লাসী করে। এই সময় তার কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। অস্ত্র ও গুলি রাখার দায়ে বাবু নামে ওই ব্যাক্তিকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক বাবু অস্ত্রের বিক্রেতা ছিলো, এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০৮-১৬







,