শপথ নিলেন ইসলামপুর ও কসবা ইউনিয়নের চেয়ারম্যান
চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার নির্বাচিত দু’ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আকতারুজ্জামান টিপু ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আজিজুর রহমানকে শপথ বাক্য পাঠ করানো হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ওয়াসিফ, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান।
উল্লেখ্য, আইনী জটিলতার কারণে আখতারুজ্জামান এবং নির্বাচন পরে অনুষ্ঠিত হওয়ায় আজিজুর রহমান নির্ধারিত সময়ে শপথ নিতে পারেননি। নির্বাচনে আখতারুজ্জামান আওয়ামী লীগের বিদ্রোহী এবং আজিজুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৮-১৬
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আকতারুজ্জামান টিপু ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আজিজুর রহমানকে শপথ বাক্য পাঠ করানো হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ওয়াসিফ, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান।
উল্লেখ্য, আইনী জটিলতার কারণে আখতারুজ্জামান এবং নির্বাচন পরে অনুষ্ঠিত হওয়ায় আজিজুর রহমান নির্ধারিত সময়ে শপথ নিতে পারেননি। নির্বাচনে আখতারুজ্জামান আওয়ামী লীগের বিদ্রোহী এবং আজিজুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৮-১৬