নাচোলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

চাঁপাইবাবগঞ্জের নাচোলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলয়তনে অনুষ্ঠিত হয়েছে ।
সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিস ও উপজেলা পরিষদের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফের সবাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাতাব উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেজামপুর আলিম মাদ্রাসার সুপার মাহবুব আলম, নাচোল  খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১১-০৮-১৬

,