আড়ং চ্যানেল আই বাংলার গানে বিজয়ী অংকনের সংবর্ধণা

চাঁপাইনবাবগঞ্জে আড়ং চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতায় ২য় রানার আপ অনন্যা ইয়াসমীন অংকনকে সংবর্ধণা দিয়েছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার বিকেলে চ্যানেল আই চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে এই সংবর্ধণা দেয়া হয়। সংবর্ধণা সভায় সভাপতিত্ব করেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না। বক্তব্য রাখেন অংকনের পিতা আবুল কাশেম অনু, ফোরামের সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম. অধ্যক্ষ সাইদুর রহমান, আজিজুর রহমান, এনামুল হক তুফান, এ্যাড. মিজানুর রহমান, আমিনুল ইসলাম মতি, নওসাবাহ নওরীন নেহা, উত্তারণ সাংস্কৃতিক পরিষদের পরিচালক আলাউদ্দিন, দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাংস্কৃতিক সংগঠন জাসাস চাঁপাইনবাবগঞ্জের পরিচালক এহতেশাম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য আনিসুর রহমান, স্বাধীন সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সংগঠনের প্রধান হেমবুব রাজা, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান কাজল, ফাইজুর রহমান মানি।
সংবর্ধণা সভায় গানের মাঝেই নিজেকে ধরে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার মান আরও বৃদ্ধির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন অনন্যা ইয়াসমীন অংকন। অনন্যা ইয়াসমীন অংকনের ২ বছর ৯ মাস বয়সে গানের হাতেখড়ি। পরে স্থানীয় ও বিভাগীয় বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত হয় অংকন। ২০০৫ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে। এছাড়া জাতীয় পর্যায়ে ২০০৬ সালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিযোগিতায় দেশ গানে প্রথম হয়। আবারও পদ্মকুরী প্রতিযোগিতায় লোকসংগীতে ১ম হয়। একই সালে শাপলাকুড়ি প্রতিযোগিতায় লোকসংগীতে ২য় হয়। ২০০৮ সালে বৈশাখী চ্যানেলে পদ্মকুড়ি প্রতিযোগিতায় ১ম রানারআপ হয়। ২০০৯ সালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে গোল্ড মেডেল গ্রহণ করেন। ২০১১ সালে সার-গা-মা-পা প্রতিযোগিতায় সারাদেশে বাছায়কৃত ১১ জনের মধ্যে স্থান করে নেয়। ২০১৫ সালে ইউনেস্কোর সহায়তায় আব্দুল আলিম ফাউন্ডেশনের বের হওয়া “তোমারও লাগিয়া রে” এ্যালবামে অংকনের গান বের হয়। ২০১৫ সালে আড়ং চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতায় (২০১৬ সালের ২২ জুলাই) বিজয়ী হয়ে ২য় রানার আপ স্থান অধিকার করে অনন্যা ইয়াসমীন অংকন। এছাড়া অংকন রাজশাহী বেতারের লোকসংগীতের নিয়মিত শিল্পী। অংকন ২টি টেলিফিল্মেও প্লেব্যাক করেছেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৮-১৬