মহারাজপুরে জোড়াবকুলতলা পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পুকুরে বুধবার পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সকালে মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা আদর্শ গ্রাম পুকুরে পোনা মাছ ছেড়ে কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে রাজস্ব খাত থেকে এই প্রকল্পের আওতায় পুকুর পাড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শামছুল আলম শাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিফ আবুল বাসেত, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান. ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মমিনুল হক, সাবেক চেয়ারম্যান এ্যাড. আলমগীর।
প্রকল্পের আওতায় সদর উপজেলার ১৯টি পুকুরে মোট ৫’শ ৯৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পুকুরগুলো হচ্ছে, মহারাজপুর বকুলতলা আদর্শ পুকুর, মহারাজপুর হাইস্কুল পুকুর, উপজেলা পরিষদ পুকুর, পুলিশ লাইন পুকুর, দুখামারি ঘাটি পুকুর, গুশিরা আশ্রয়ন পুকুর-১, গুশিরা আশ্রয়ন পুকুর-২, গুশিরা আশ্রয়ন পুকুর-৩, তালপুকুর আশ্রয়ন পুকুর-১, তালপুকুর আশ্রয়ন পুকুর-২, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-১, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-২, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-৩, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-৪, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-৫, চটিগ্রাম পুকুর-১, চটিগ্রাম পুকুর-২, চটিগ্রাম-৩, ঠাকুর পালশা আদর্শ গ্রাম পুকুর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৮-১৬
সকালে মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা আদর্শ গ্রাম পুকুরে পোনা মাছ ছেড়ে কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে রাজস্ব খাত থেকে এই প্রকল্পের আওতায় পুকুর পাড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শামছুল আলম শাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিফ আবুল বাসেত, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি, সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান. ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মমিনুল হক, সাবেক চেয়ারম্যান এ্যাড. আলমগীর।
প্রকল্পের আওতায় সদর উপজেলার ১৯টি পুকুরে মোট ৫’শ ৯৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পুকুরগুলো হচ্ছে, মহারাজপুর বকুলতলা আদর্শ পুকুর, মহারাজপুর হাইস্কুল পুকুর, উপজেলা পরিষদ পুকুর, পুলিশ লাইন পুকুর, দুখামারি ঘাটি পুকুর, গুশিরা আশ্রয়ন পুকুর-১, গুশিরা আশ্রয়ন পুকুর-২, গুশিরা আশ্রয়ন পুকুর-৩, তালপুকুর আশ্রয়ন পুকুর-১, তালপুকুর আশ্রয়ন পুকুর-২, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-১, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-২, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-৩, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-৪, জলাধার ভূমিহীন আদিবাসী সমবায় সমিতি পুকুর-৫, চটিগ্রাম পুকুর-১, চটিগ্রাম পুকুর-২, চটিগ্রাম-৩, ঠাকুর পালশা আদর্শ গ্রাম পুকুর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৮-১৬