তারেক রহমানের রায়ের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের বিক্ষোভ সমাবেশ


কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে শনিবার বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে  সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাটু হল মোড়ে সমাবেশে মিলিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, বিএনপি নেতা নজরুল ইসলাম, তাসেম আলী, সৈয়দ সাহিদুল ইসলাম পলাশ, ছাত্রদল নেতা মীম ফজলে আজিম।
সমাবেশে বক্তরা বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাটিকে মিথ্যা উল্লেখ করে রায়ের কঠোর সমালোচনা করেন।

এদিকে একই দাবিতে যুবদলের ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের কোর্ট চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।

বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফ, সহ-সম্পাদক মারুফ হাসান, ছাত্রদল নেতা অকিলুর রহমান অকিল, হাসান ইমতিয়াজ, দেলোয়ার হোসেন দোলন, সজিব প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-১৬