কানসাটে ফাস্ট সিকিউরিটি ব্যাংকে আগুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সোমবার দুপুরে ফাস্ট সিকিউরিটি ব্যাংক কানসাট শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে  প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে ব্যাংকের ইলেকট্রিক বোর্ডে সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি শিবগঞ্জ ফারায় সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘন্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
এ ব্যাপারে স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) আঃ মজিদ আকন্দ জানান, ব্যাংকের আসবাবপত্রের ক্ষতি হয়েছে। যার পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০৭-১৬

,