জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাচোলে কমিটি গঠন, সোনামসজিদ ও রহনপুরে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামীলীগের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালুর সভাপতিত্বে কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামশুল আলম, নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, নাচোল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আল শহীদ জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রঞ্জনা রানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হালিম। সভায় সন্ত্রাস, জঙ্গি ও নাশকাতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়।
সোনামসজিদে সমাবেশ
‘‘বাংলার আঙ্গিনায় জঙ্গীবাদের ঠাই নাই, জঙ্গীবাদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’’ প্রতিবাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনামসজিদ স্থল বন্দর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সোনামসজিদ বন্দরের যুবলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সোনামসজিদ স্থল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে পথসভায় মিলিত হয়। ১নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মুরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুরবান আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ওবাইদুল কাদের, শ্রমিক লীগ সভাপতি সাদেকুল ইসলাম মাষ্টার প্রমূখ।
সমাবেশে বক্তারা সন্ত্রাস, জঙ্গীবাদ, সামাজিক অস্থিশীলতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রহনপুরে আওয়ামী লীগের সমাবেশ
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কল্পে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রহনপুরস্থ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রহনপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ইদ্রিশ আলী, রহনপুর পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হারুন বিশ্বাস ও মাইনুল বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, যুগ্ম সম্পাদক বলায় চন্দ্র শীল, মহিলালীগ নেত্রী মিলিয়ারা বেগম, যুবলীগ নেতা মতিউর রহমান খান, ছাত্রলীগ নেতা মোমিন বিশ্বাস  । সভায় সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।





চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৭-১৬

, , ,