ভোলাহাটে ৯টি প্রতিষ্ঠানকে নগদ অর্থ প্রদান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৯টি বিভিন্ন প্রতিষ্ঠানকে সোমবার  সকালে সাদা মনের মানুষ জিয়াউল হক তার বটতলা গ্রামের পাঠাগারে সাধারণ পরিবেশে নগদ অর্থ প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার বারইপাড়া উচ্চ বিদ্যালয়, বালুটুংগি হাফিজিয়া মাদরাসা, মুশরীভূজা আরাবীয়া ইসলামীয়া কাউমী মাদরাসা, মুশরীভূজা স্কুল জামে মসজিদ, কেএনসি কবরস্থান (মুশরীভূজা), আদাতলা কিন্ডার গার্ডেন, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়, রহনপুর জালিবাগান মাদরাসা, দুঃস্থ্যদের জন্য মোট ৯টি প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা প্রতিষ্ঠন প্রধানদের হাতে তুলে দেন সাদা মনের মানুষ জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুস সাত্তার, আলঃ আব্দুল হাই, আলঃ দুরুল, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সহ সুপার আলাউদ্দিন, সহকারী শিক্ষক আঃ করিম, মাওঃ আহমুদুল্লাহ, মাসুদরানা, সুফিয়া খাতুনসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৪-০৭-১৬

,