যাদুপুরের নয়াগোলা খেয়াঘাট এলাকা থেকে চোলাই মদসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার যাদুপুর গ্রামের নয়াগোলা খেয়াঘাট এলাকা থেকে ৭শ’ ৯৩ বোতল চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার যাদুপুরের তুফানী ইসলামের দুই ছেলে নাইমুর ইসলাম (৪৪) ও মনিরুল ইসলাম (৪২) এবং দূর্গাপুরের মৃত বিশ্বনাথ চৌধুরীর ছেলে ¤্রী কালু চৌধুরী (৩৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার সকাল সোয়া ছয়টায় দিকে র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (এ.এস.পি) সহিদার রহমানের নেতৃত্বে যাদুপুর গ্রামের নয়াগোলা খেয়াঘাটে অভিযান চালায়। এ সময় চোলাই মদসহ ৩ জনকে আটক করে র্যাব।
র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৭-১৬
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার সকাল সোয়া ছয়টায় দিকে র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (এ.এস.পি) সহিদার রহমানের নেতৃত্বে যাদুপুর গ্রামের নয়াগোলা খেয়াঘাটে অভিযান চালায়। এ সময় চোলাই মদসহ ৩ জনকে আটক করে র্যাব।
র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৭-১৬