হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলায় সদ্য যোগদান করা পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম।
রোববার সকালে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার  আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ন.স.ম মাহবুবুর রহমান মিন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম প্রমুখ।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল কুমার ঘোষ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ত্রেবেদি, নাচোল সোনাইচন্দি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুরেন চন্দ্র, গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, খ্রিষ্টান সম্প্রদায়ের রেঃ স্বাক্ষরীয় বৈরাগী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সনাতন ফেডারেশনের সাধারণ সম্পাদক জগন্নাত সাহা, জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি মোহিত কুমার দাঁ, জেলা পূর্জা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক রঞ্চনা বর্মন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জেলায় আগামী দুর্গা পূজা চলাকালীন সময়ে যাতে কোন ধরনের নাশকতা, হামলার মত ঘটনা ঘটতে না পারে এজন্য হিন্দু সম্পদায়ের পুরোহিতসহ নেতৃবৃন্দের সর্তক থাকতে হবে। এমনকি বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক কমিটি গঠন করতে হবে। আর যেসব এলাকা ঝুকিপূর্ন, সেসব জায়গায় পুলিশের তৎপরতা অব্যহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৭-১৬