সৌদি আরবের সাথে মিল রেখে শিবগঞ্জের দু’ ইউনিয়নে ঈদের জামাত অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের চাঁনপুর উত্তর পাড়া ও চককীর্তি ইউনয়নে চক হরিপুর গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মোবারকপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবু প্রফেসরের বাড়ির পার্শ্বে এ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে আশেপাশের গ্রামের ২ শতাধিক নারী-পুরুষসহ জামাতে অংশ নেয়। কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ইমাম ঈদ জামাতের ইমামতি করেন। এছাড়া চককীর্তি ইউনিয়নের চক হরিপুর গ্রামে একই সময় ওই গ্রামের সাইফুদ্দিন হাজির ছেলে আবুল কালাম আজাদের বাড়ির উঠানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে আবুল কালাম আজাদ ঈদ জামাতের ইমামতি করেন। পরে নামায শেষে আল¬াহ্র কাছে দোয়া প্রার্থনা করে মোনাজাত করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে অনুষ্ঠিত হল ঈদুল ফিতরের নামাজ। শিবগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম সিদ্দিকী এ জামাতের কথা নিশ্চিত করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৬-০৭-১৬

,