ইফাড এর প্রতিনিধিরা পরিদর্শন করলেন চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহিষপুরে ইন্টারন্যাশনাল ফাণ্ড ফর এগরিক্যালচার ডেভেলপমেন্ট (ইফাড) প্রতিনিধিরা চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইফাড টিমের বিশেষজ্ঞ ইভান জোরডাস নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন স্বামী পিটার, এডিপির টিম লিডার জহির আহম্মেদ, এলজিডির প্রতিনিধি মনিরুল ইসলাম, সমবায় প্রকৌশলী শহিদুল হক, প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ নরুল ইসলাম, ডেপুটি দল প্রধান আবু তাহের চৌধুরী, ওমিতো দাস, গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিঞা, চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনার সভাপতি আবুল কাশেম মিঞা, সাধারণ সম্পাদক তাশেম আলী, উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামানসহ প্রমুখ। প্রতিনিধি দলটি প্রায় দুই কোটি টাকার সমমূল্যের কাজ পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয় কৃষকের সাথে ইফাড এর প্রতিধিনি দলের প্রধান ইভান জোরডার্স মতবিনিময় কালে গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুরসহ বিভিন্ন এলাকার কৃষকদের উন্নয়ন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৭-১৬
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইফাড টিমের বিশেষজ্ঞ ইভান জোরডাস নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন স্বামী পিটার, এডিপির টিম লিডার জহির আহম্মেদ, এলজিডির প্রতিনিধি মনিরুল ইসলাম, সমবায় প্রকৌশলী শহিদুল হক, প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ নরুল ইসলাম, ডেপুটি দল প্রধান আবু তাহের চৌধুরী, ওমিতো দাস, গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিঞা, চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনার সভাপতি আবুল কাশেম মিঞা, সাধারণ সম্পাদক তাশেম আলী, উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামানসহ প্রমুখ। প্রতিনিধি দলটি প্রায় দুই কোটি টাকার সমমূল্যের কাজ পরিদর্শন করেন। প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয় কৃষকের সাথে ইফাড এর প্রতিধিনি দলের প্রধান ইভান জোরডার্স মতবিনিময় কালে গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুরসহ বিভিন্ন এলাকার কৃষকদের উন্নয়ন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৭-১৬