শিবগঞ্জে বজ্রপাতে ৫ জন নিহত ৩ জন আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জমিনপুর ও দূর্লভপুরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় বৃহস্পতিবার এক শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হটাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত ঘটলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুরে টিনের চালায় আশ্রয় নেয়া ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে মাদারীপুরের তাবলিগ জামায়াতের তিন সদস্য রয়েছে। নিহত হচ্ছেন, জমিনপুরের রফিকুল ইসলাম (৩৫), মাদারীপুরের সোনঘাট কালাইমারির আব্দুল হাকিম (৬০), কায়িলয়াচরের তালেব আলী (৬০) ও গুচ্ছগ্রামের হারুন খান (৬০)। এদিকে একই সময় বজ্রপাতের ঘটনায় দুর্লভপুরের তাজেমুল হকের মেয়ে ও তৃতীয় শ্রেণী ছাত্রী বুলি খাতুন (১২) নিহত হয়। এসময় আহত হয় একই এলাকার পিয়ারা খাতুন ও সিফা খাতুন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তোজাম্মেল হকের ছেলে রকিকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২৩-০৬-১৬

,