মাথা নিয়ে মাতামাতি -------- সাইফুল ইসলাম সরকার

মাথা মোটা, মাথায় ওঠা
মাথা নিয়ে কত কথা,
মাথা ধরা, মাথায় চড়া
ভাবলেই হয় মাথা ব্যথা।
মাথার ঘাম পায়ে ফেলে
যারা সোনার ফসল ফলায়
তাদের মাথায় কাঁঠাল ভাঙ্গো
'মাথা খারাপ' বলো হেলায়?
যে মজুরে গড়ছে দেশ
তার কেনো মাথায় হাত
খাটা খাটনির পায় না দাম
মাথায় কেনো বজ্রপাত?
যে করলো মাথা উঁচু
তার জন্য মাথা ঘামাও
ঠাণ্ডা মাথায় চিন্তা করো
কেন তাদের মাথা কামাও?
মরছে যারা মাথা ঠুকে
মাথা গোঁজার ঠাই নাই
মাথার 'পরে কেউ নাই যে
এমন দেশতো চাই নাই।
মাথা গরম আম জনতা
দেয় যদি মাথা চাড়া
মাথা বেচা শত্রুতা সব
হবেই হবে দেশ ছাড়া।
দেশের কথা মাথায় আনি
মাথা খাটাই দেশ নিয়ে
দেশের মাথার বোঝা নামাই
ভালোবাসার রেশ নিয়ে।